মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার সরকারি উচ্চ বিদ‍্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মোঃ তমিজ উদ্দিন প্রকাশ তমিজ স্যার আর নেই। শনিবার (৩ আগস্ট) সকাল ৯ টা ১০ মিনিটের দিকে কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুলের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।

তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। আলোকিত মানুষ গড়ার নিপুণ কারিগর, অত‍্যন্ত সহজ সরল জীবন অতিবাহিত করা, কৃতি শিক্ষক মোঃ তমিজ উদ্দিন প্রকাশ তমিজ স্যার এর মৃত্যুর খবরে তার হাজার হাজার ছাত্র ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। শনিবার আছরের নামাজের পর খুরুস্কুল মামুন পাড়াস্থ মামুন মাদ্রাসা সংলগ্ন মামুন মসজিদ মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন শ্রেণী পেশার প্রচুর মুসল্লীর সমাগম ঘটে।

আমরা কসউবি চুরাশিয়ান ফোরামের শোক :

কৃতি শিক্ষক মোঃ তমিজ উদ্দিন প্রকাশ তমিজ স্যার এর মৃত্যুতে কক্সবাজার সরকারি উচ্চ বিদ‍্যালয় থেকে ১৯৮৪ সালে এসএসসি পাস করা শিক্ষার্থীদের প্লাটফর্ম “আমরা কসউবি চুরাশিয়ান” ফোরাম গভীর শোক প্রকাশ করেছে। ফোরামের সদস্যরা তাদের শিক্ষক মোঃ তমিজ উদ্দিন প্রকাশ তমিজ স্যারকে একজন গুনী, আদর্শ শিক্ষক ও সাদামনের মানবিক মানুষ হিসাবে উল্লেখ করে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।