কক্সবাজার প্রতিনিধি:

সারাদেশে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে কক্সবাজারে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুলাই) বিকাল সাড়ে ৩ টায় জেলা বিএনপি এই জানাজার আয়োজন করে।

জানাজায় অংশ নেয় জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি নুরুল বশর, পৌর বিএনপি সভাপতি রফিকুল হুদা চৌধুরী, জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমদ উজ্জ্বল, সাধারণ সম্পাদক জিসান উদ্দিন, জেলা ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন রিপন, সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট ইউনুস ও সদস্য সচিব সরওয়ার রোমনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, সোমবার ও মঙ্গলবার সারাদেশে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে বর্বরোচিত হামলা চালায়। এতে ৬ জন শিক্ষার্থী শহীদ হয়েছে। আমাদের দলীয় কার্যালয়েও হামলা করা হয়। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবেই এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। আমরা সবসময় জনগণ ও সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবো।

প্রসঙ্গত: মঙ্গলবার কোটা সংস্কার আন্দোলনে সারাদেশে ৬ জন শিক্ষার্থী নিহত হয়।