জালাল আহমদ, ঢাকা:

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্ররাজনীতির উপর নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট।

আজ সোমবার (১ এপ্রিল) দুপুরে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন আদালত।

বুয়েটের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা ইমতিয়াজ রাব্বি এ রিট দায়ের করেন। রিটকারী আইনজীবী ব্যারিস্টার হারুনুর রশিদ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। আদালতের এ আদেশের ফলে বুয়েটে ছাত্র রাজনীতি চলতে বাধা নেই বলে জানান তিনি।

আদালতে আইনজীবী ছাড়াও ছাত্রলীগের সভাপতি

সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান সহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।