দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ আসন থেকে মহাজোটের জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত প্রার্থী হাসানুল হক ইনু বিজয়ী হতে পারেননি। নৌকা প্রতীক নিয়ে এই আসনে লড়েছেন তিনি। সেখানে বিজয়ী হয়েছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী মো. কামারুল আরেফিন।

আজ রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হলে শুরু হয় ভোটগণনা। পরে ফলাফল ঘোষণা থেকে মহাজোটের এই প্রার্থী হাসানুল হক ইনুর হারের তথ্য জানা গেছে।

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে হাসানুল হক ইনুর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) নোঙ্গর প্রতীকের প্রার্থী আরিফুর রহমান, ঈগল প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী মো. রুবেল পারভেজ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ার প্রতীকের প্রার্থী মো. বাবুল আক্তার, মোড়া প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী ডা. ইফতেখার মাহমুদ, কেটলি প্রতীকের স্বতন্ত্রপ্রার্থী সরদার মো. মুসতানজীদ ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মুহা. শহীদুল ইসলাম ফারুকী।