ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়েরকৃত দশ বছর আগে পেট্রলবোমা হামলার মামলায় বিএনপির আট নেতাকর্মীর সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
রবিবার(১২ নভেম্বর) ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মাসফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন। অন্যদিকে অভিযোগ সত্যতা না হওয়ায় ১৭ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
ঢাকার সিজেএম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল এ তথ্য জানিয়েছেন।
মামলার রায়ে দণ্ডবিধির ১৪৩ ধারায় ছয় মাস এবং ৩২৬ ধারায় তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- হাজী আনোয়ার, বাবুল ঢালী, ইব্রাহিম, ঈশা খান, আসাদ খা, নাসির, হায়াত ও মোশারফ। তবে আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৭ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপি-জামায়াতের ১৮ দলীয় ঐক্যজোটের অবরোধ চলাকালে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর গুদারাঘাট এলাকায় আসামিরা মিছিল বের করে। মিছিল থেকে দক্ষিণ কেরানীগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের আঞ্চলিক কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এতে ঘটনাস্থলের পাশে থাকা আখ বিক্রেতা শাহাদাতের শরীর ঝলসে যায়। জহিরুল ইসলাম ও ইদ্রিস আলী নামে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের দুজন জখমপ্রাপ্ত হন। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মানিক শেখ বাদী হয়ে ২৬ আসামির বিরুদ্ধে মামলা করেন। তদন্ত করে ২৫ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। এ মামলার বিচার চলাকালে আটজনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।