মো. নুরুল করিম আরমান, লামা:
শনিবার ২৮ অক্টোবর রাজধানীতে সমাবেশের নামে বিএনপি জামায়াত পুলিশ হত্যা, অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট, সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে শান্তি সমাবেশে করেছে বান্দরবান জেলার লামা উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
রবিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, সাধারণ সম্পাদক ও পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ বক্তব্য রাখেন। এতে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি প্রশান্ত ভট্টাচার্য্য, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রফিক ও সাধারণ সম্পাদক বাসু পালিত, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাতেমা পারুল সহ ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎস্যজীবী লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।