শাহেদুল ইসলাম মনির,কুতুবদিয়া:
জাতীয় শিশু কিশোর সংগঠন খেলাঘর কেন্দ্রীয় কমিটি আহুত প্রতিবাদি কর্মসূচীর আওতায় কক্সবাজারের কুতুবদিয়ায় বাতিঘর খেলাঘর আসরের সংগঠনের পক্ষ থেকে ফিলিস্তিনে বর্বর ইসরায়েল কর্তৃক শিশু হত্যাসহ নারকীয় হত্যাযঙ্গের প্রতিবাদে মানববন্ধন করেছে সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (২০ অক্টোবর) বিকাল ৪টায় উপজেলা গেইটে ইসরাইলী হামলার নিন্দা জানিয়ে এবং ফিলিস্তানের স্বাধীনতাকামী ও নির্যাতিত মানুষের পক্ষে আয়োজিত মানবন্ধনে বাতিঘর খেলাঘর আসরের নেতাকর্মীরাসহ অসংখ্যা খেলাঘরিয়ানরা অংশ নেয়।
উক্ত মানববন্ধনে কুতুবদিয়া বাতিঘর খেলাঘর আসরের সহ-সভাপতি মাস্টার আমিনুল হক এর সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক শাহেদুল ইসলাম মনিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক এম, শহীদুল ইসলাম। এসময় তিনি বলেন, “মৈত্রির বন্ধনে শান্তিময় বিশ্ব চাই”। পৃথিবীর বাকি মানুষের মত ফিলিস্তিনের মানুষের ও অধিকার রয়েছে একটি স্বাধীন রাষ্ট্রের নাগরিক হওয়ার। ইসরায়লিদের প্রতি তীব্র নিন্দা ও ধীক্কার জানান। সেইসঙ্গে ফিলিস্তানের সাধারণ মানুষের পক্ষে সমর্থন দেওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
এছাড়া, মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন মাস্টার মিজানুর রহমান, মাস্টার জয়নাল আবেদীন, হাফেজ নুরুল কাদের, টিটু রহমান, আবু হানিফ, শহিদ উদ্দিন, মোরশেদসহ অনেকে।
