মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

সমুদ্রে গোসল করতে গিয়ে স্রোতের টানে ভেসে যাওয়া ২ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ১২ অক্টোবর বিকেল ৪ টার দিকে সমুদ্রের শৈবাল পয়েন্টে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে নিখোঁজ হয়ে যায় তিন ছাত্র। সেখান থেকে তাৎক্ষণিক একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। পরে সী সেইফ লাইফ গার্ডের কর্মীরা কক্সবাজার শহরের বাহারছরার বাদশার পুত্র মোহাম্মদ আরীফ ইসলাম (১৫) কে একইদিন বিকেল পৌনে ৫ টার দিকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

সমুদ্রে ভেসে যাওয়ার প্রায় ৪ ঘন্টা পর নিখোঁজ অপর ছাত্র বাহারছরার সাইফুল ইসলামের পুত্র একরামুল ইসলাম সাজিদ (১২) কে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে মৃত অবস্থায় সী সেইফ লাইফ গার্ডের কর্মীরা ডায়াবেটিক হাসপাতাল পয়েন্ট থেকে উদ্ধার করে।

মৃত ২ জন সহ আরো ১২/১৩ জন ছাত্র সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্টে ফুটবল খেলে সমুদ্রে গোসল করতে নামলে এ ঘটনা ঘটে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার স্রোতের টানে সমুদ্রে ভেসে গিয়ে মোহাম্মদ সাগর নামক আরো একজন ক্যামেরাম্যান প্রাণ হারায়।