কক্সবাজারের সব উপজেলায় শেখ কামাল মিনি স্টেডিয়াম করা হবে: অতিরিক্ত সচিব নজরুল ইসলাম
এম.এ আজিজ রাসেল:
রৌদ্রজ্জ্বল বালিয়াড়িতে ভলিবলের জমজমাট লড়াই। পর্যটকদের করতালি গিয়ে মিশছে সমুদ্রের গর্জনের সাথে। যা দেখে অভিভূত আন্তর্জাতিক এই আসরে অংশ নেওয়া ভারত, পাকিস্তান, উজবেকিস্তানসহ বিভিন্ন দেশের খেলোয়াড়েরা।
শুক্রবার ছুটির দিনে সবার গন্তব্য বঙ্গবন্ধু কাভা বিচ ভলিবলের সমাপনী অনুষ্ঠানে।
উত্তেজনাকর ফাইনালে পুরুষ দলে ভারতের মুখোমুখি হয় মালদ্বীপ। শ্বাসরুদ্ধকর ম্যাচে মালদ্বীপকে ২-০ সেটে হারিয়ে আসরের চ্যাম্পিয়ন হয় ভারত। তৃতীয় স্থান নির্ধারণীতেও স্বাগতিক বাংলাদেশকে হারায় ভারতের আরেকটি দল।
অপরদিকে মহিলাদের ফাইনাল ম্যাচটি ছিল চোখধাঁধানো। তুমুল রোমাঞ্চকর খেলায় ভারতকে ২-০ সেটে পরাস্ত করে উজবেকিস্তানের মেয়েরা চ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে নেয়। তৃতীয় স্থানও তাঁদের দখলে।
পরে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম।
তিনি বলেন, “কক্সবাজারের প্রতিটি উপজেলায় শেখ কামাল মিনি স্টেডিয়াম হচ্ছে। এটি সবার জন্য উন্মুক্ত থাকবে। যাতে ক্রীড়া ক্ষেত্রে কক্সবাজার আরও এগিয়ে যায়। এখান থেকে তৈরি হবে জাতীয় মানের খেলোয়াড়। যারা ক্রীড়াঙ্গনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে। ”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ সানাউল হক, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার মো. জিল্লুর রহমান, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন।
অনুষ্ঠান শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপসহ অংশগ্রহণকারী ৯টি দেশের খেলোয়াড়দের মাঝে মেডেল, প্রাইজমানি এবং ট্রফি তুলে দেন অতিথিরা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।