বিয়ে চলছে। মঞ্চে উপস্থিত বর-বউ। নিমন্ত্রিতরা সবাই বিয়ের অনুষ্ঠান দেখছেন। বিয়ের বিভিন্ন রীতি-আচারের মুহূর্ত ক্যামেরাবন্দিও করছে। এমন সময়ই সবাইকে হকচকিয়ে দিয়ে ঘটে গেল অবাক করা ঘটনা। বিয়ের মঞ্চেই হাতাহাতিতে জড়িয়ে পরলেন স্বামী-স্ত্রী।
তখন মালাবদলের অনুষ্ঠান শুরু হবে। তার আগেই আরেকটি রীতি-আচার ছিল। যেখানে বর-বউ একে অপরকে মিষ্টিমুখ করাবে। মানে মিষ্টি খাওয়াবে। ঠিক তখনই একে অপরকে মিষ্টি খাওয়ানোর বদলে ঠাটিয়ে চড় মারেন।
ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যান উপস্থিত সকলে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, বর প্রথমে কনেকে জোর করে মিষ্টি খাওয়ানোর চেষ্টা করেন। তাতেই চটে যান বধূ বেশে লাল শাড়ি, ওড়নায় সজ্জিত কনে। রেগে গিয়ে হবু বরের হাতে ঠাস করে চড় কষিয়ে দেন।
Kalesh B/w Husband and Wife in marriage ceremony pic.twitter.com/bjypxtJzjt
— Ghar Ke Kalesh (@gharkekalesh) December 13, 2022
আর তাতেই বেজায় চটে গিয়ে বরমশাই হবু স্ত্রীয়ের মুখে একের পর এক চড় মেরেই যান। তারপর দেখা যায়, যুগল একে অপরকে ধাক্কা মারছেন। একে অপরের প্রতি ঘুষি মারছেন। একেবারে যা তা কাণ্ড! চোখের সামনে এহেন দৃশ্য দেখে হতভম্ব আত্মীয়রা তড়িঘড়ি হস্তক্ষেপ করেন। তাদেরকে থামানোর চেষ্টা করেন। দুজনকেই ধরে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু কীসের কী! সেই অবস্থাতেও একজনকে আরেকজনের দিকে তেড়ে যেতে দেখা যায়। দুজনে দুজনের চুল ধরে টানাটানি করতে থাকেন। মারতে থাকেন।
দুজনকেই প্রচণ্ড ক্রুদ্ধ অবস্থায় দেখা যায়। যা দেখে নেটিজেনরা কেউ কেউ মজা করে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, এরা কি বিয়ে করছে? নাকি এদের ডিভোর্স হচ্ছে?
সূত্র: জিনিউজ টুয়েন্টি ফোর।
