মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

২০২৩ সালের জুন মাসের শেষ দিকে কক্সবাজার থেকে ঢাকায় রেললাইন চালু করা হবে। এ রেললাইন চালু’র মাধ্যমে কক্সবাজার পর্যটন শিল্পে নতুন দিগন্ত উন্মোচিত হবে। যোগাযোগ ক্ষেত্রে যোগ হবে সম্ভাবনার নতুন মাত্রা।

বৃহস্পতিবার ৮ ডিসেম্বর রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন কক্সবাজার সদরের লিংকেরোডস্থ মুহুরি পাড়া এলাকায় নির্মাণাধীন দেশের প্রথম ঝিনুক আদলের আইকনিক রেলভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি আরো জানান, চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ৮৫ কিলোমিটার রেল লাইনের মধ্যে প্রায় ৮০ কিলোমিটার রেললাইনের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। বাকি ৫ কিলোমিটারের কাজ ২০২৩ সালের এপ্রিলের মধ্যে শেষ হবে বলে রেলপথ মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

এসময় কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাহ) এর সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, প্রকল্প পরিচালক মুফিজুর রহমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে রেলের বিশেষ বগিতে করে রেলমন্ত্রী ও তাঁর সহধর্মিণী, স্থানীয় সংসদ সদস্য সহ অন্যান্যরা কক্সবাজার থেকে ঈদগাঁও এর ইসলামাবাদ পর্যন্ত নবনির্মিত রেল লাইন পরিদর্শন করেন।