হিফযুল কুরআন প্রতিযোগিতায় কক্সবাজার ইছলাহুল উম্মাহ মডেল মাদরাসার সাফল্য

প্রকাশ: ৮ ডিসেম্বর, ২০২২ ১১:০৬ , আপডেট: ৮ ডিসেম্বর, ২০২২ ১১:৫৪

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


বিভাগীয় প্রতিযোগিতার জন্য ইয়েস কার্ড প্রাপ্ত ওবায়দুর রহমান। সঙ্গে প্রতিষ্ঠাতা পরিচালক ক্বারী আলমগীর হোছাইন।

নিজস্ব প্রতিবেদক:
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজার জেলার ১২ তম হিফযুল কুরআন প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগের জন্য উত্তীর্ণ হয়েছেন কক্সবাজার ইছলাহুল উম্মাহ মডেল মাদরাসার ওবায়দুর রহমান।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) কক্সবাজার বদর মোকাম জামে মসজিদ কমপ্লেক্স প্রাঙ্গণে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ১০ পারা গ্রুপে তিনি ইয়েস কার্ড বিজয়ী হয়েছেন। আগামী ৭ জানুয়ারি বিভাগীয় প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবেন ওবায়দুর রহমান।

জেলা পর্যায়ে বিজয়ী সম্মাননা হিসেবে তাকে নগদ অর্থ, সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। ওবায়দুর রহমানের গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া আধুনগর রুব্বান পাড়া। তার পিতার নাম আব্দুর রহমান।

এই কৃতিত্বের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছেন ইছলাহুল উম্মাহ মডেল মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ক্বারী আলমগীর হোছাইন। সেই সঙ্গে তিনি কৃতি ছাত্র ওবায়দুর রহমানকে অভিনন্দন জানান। সফলতার এই ধারা অব্যাহত রাখতে সকলের দোয়া প্রার্থনা করেছেন ক্বারী আলমগীর হোছাইন।

উল্লেখ্য, গত ২১ নভেম্বর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় ইছলাহুল উম্মাহর ২ জন ছাত্র ইয়েস কার্ড পান। সঙ্গে দেওয়া হয় পুরস্কার ও সনদ।

তারা হলেন, ‘ক’ গ্রুপে টেকনাফের হ্নীলা নয়াবাজারের হাবিব আহমদের ছেলে মো. আবিদ এবং ‘খ’ গ্রুপে মোহাম্মদ ওবায়দুর রহমান। এই দুই জন থেকে জেলা পর্যায়ে ইয়েস কার্ড পেয়ে ওবায়দুর রহমান লড়বেন বিভাগে।

গত ২১ নভেম্বর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় উত্তীর্ণ ৫ জন। সঙ্গে প্রতিষ্ঠাতা পরিচালক ক্বারী আলমগীর হোছাইন।

অন্যদিকে, গত ২১ নভেম্বর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে উখিয়া সোনারপাড়ার নুর উর রশিদের ছেলে মোহাম্মদ শফিকুল ইসলাম সজীব, টেকনাফ হ্নীলা রঙ্গীখালীর মাওলানা ফোরকান আহমদের ছেলে মোহাম্মদ ফাহিমুল আশ্রার সাফি এবং ‘গ’ গ্রুপে রামুর কচ্ছপিয়া তিতারপাড়ার মোস্তাক আহমদের ছেলে মোহাম্মদ মিনহাজুল আবেদীনকে কৃতিত্বের সনদ দেওয়া হয়।

কক্সবাজার ইছলাহুল উম্মাহ মডেল মাদরাসা ক্যাম্পাস:
মুক্তার ম্যানশন, ম্যাজিস্ট্রেট কলোনী, কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দান সংলগ্ন, কক্সবাজার পৌরসভা।
মোবাইল নং-০১৮১৬ ০৫৮৪৭০, ০১৮১৩ ৯২৪২৫০

# ভর্তি:
কায়দা, আমপারা, নাযেরা, হিফয, রিভিশন, মুসাবাকাহ বিভাগে আবাসিক, অনাবসিক ও ডে-কেয়ারে ভর্তি করা হয়।

# প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য:
দেশবরেণ্য শিক্ষাবিদদের সু-পরামর্শে পরিচালিত
উপযুক্ত ক্যারিয়ার গঠনে সর্বোচ্চ ভূমিকা পালন
বিষয়ভিত্তিক দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী
নৈতিক মানোন্নয়নে মোটিভেশন প্রোগ্রাম
তাজবীদ ভিত্তিক বিশুদ্ধ ও মার্জিত উচ্চারণ
কিরাত, ইসলামী সংগীত, বক্তৃতা, আবৃত্তি শিখার বিশেষ ব্যবস্থা
তিন বছরের মধ্যে হিফয সমাপনের বিশেষ প্রচেষ্টা
হিফযের প্রস্তুতিমূলক শর্ট কোর্স নাযেরা বিভাগ
আন্তর্জাতিক মানের হিফযুল কুরআন বিভাগ
হিফযের পাশাপাশি বাংলা, ইংরেজী, গণিত ও আরবী শিক্ষা
প্লে থেকে ৫ম শ্রেণী
ইসলামিক কিন্ডারগার্টেন বিভাগ
স্কুল ছাত্র ছাত্রীদের জন্য কুরআন বিশুদ্ধভাবে পড়ার বিশেষ ব্যবস্থা
কোলাহল মুক্ত মনোরম ও নিরিবিলি পরিবেশ
শিক্ষকদের তত্ত্বাবধানে নিয়মিত বিনোদন ও সাংস্কৃতিক কার্যক্রম
ব্যস্ত ও প্রবাসী অভিভাবকদের সন্তানের দায়িত্ব গ্রহণ
কোটাভিত্তিক ভর্তি পদ্ধতি ও গ্রেডিং পদ্ধতিতে ফলাফল প্রকাশ
সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা ক্লাস মনিটরিং
অডিও ভিজ্যুয়াল ও আন্তর্জাতিক মানের হাফেজ কারী দ্বারা নিয়মিত মাশক প্রদান
আবাসিক ছাত্রদের উন্নত থাকা ও পরিমিত স্বাস্থ্যসম্মত খাবারের সু-ব্যবস্থা
শিক্ষা সফর, সেরা শিক্ষার্থী ও প্রতিভাবান শিক্ষার্থীদের সম্মাননা
নিয়মিত মাসিক হুসনে সওত প্রতিযোগিতা
প্রাথমিক চিকিৎসা