মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনে রামু, উখিয়া, টেকনাফ উপজেলা নিয়ে গঠিত ১ নম্বর সংরক্ষিত মহিলা ওয়ার্ডে দোয়াতকলম প্রতীক নিয়ে আশরাফ জাহান কাজল ১৬৭ ভোট পেয়ে বেসরকারীভাবে সদস্য নির্বাচিত হয়েছেন।সোমবার ১৭ অক্টোবর ইভিএম পদ্ধতিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

কক্সবাজার জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার এস.এম শাহাদাত হোসেন এ তথ্য জানিয়েছেন।

আশরাফ জাহান কাজল ২য় বারের মতো কক্সবাজার জেলা পরিষদের সদস্য নির্বাচিত হলেন।

একই ওয়ার্ডে অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে তছলিমা আকতার-ফুটবল প্রতীক নিয়ে ১৩০ ভোট এবং তছলিমা আকতার রোমানা-টেবিল ঘড়ি প্রতীক নিয়ে ৭ ভোট পেয়েছেন। এ ওয়ার্ডে (রামু, উখিয়া, টেকনাফ) ভোটার সংখ্যা মোট ৩০৬ জন।

প্রসঙ্গত, কক্সবাজার জেলা পরিষদের সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডের সদস্য পদে পূণ নির্বাচিত সদস্য আশরাফ জাহান কাজল কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি, তৎকালীন চকরিয়া উপজেলার বৃহত্তর মগনামা ইউনিয়ন পরিষদের তিন তিনবারের নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম এর জ্যেষ্ঠ কন্যা। তিনি উখিয়া উপজেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান মাহামুদুল হক চৌধুরী’র সহধর্মিণী। আশরাফ জাহান কাজল কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম এবং কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজীবুল ইসলাম এর বড় বোন। উখিয়া উপজেলার হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী ও ছাত্রলীগ নেতা ইবনুল আকিব এর মাতা। আশরাফ জাহান কাজল সিবিএন সম্পাদক ও প্রকাশক অধ্যাপক আকতার চৌধুরী’র চাচী।