মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মনে করেন বিশ্বের সবচেয়ে ‘বিপজ্জনক’ দেশগুলোর একটি পাকিস্তান, যাদের কাছে নিয়ন্ত্রণহীন পারমাণবিক অস্ত্র রয়েছে।

শনিবার (১৫ অক্টোবর) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক কংগ্রেসনাল ক্যাম্পেইন কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে বাইডেন যখন চীন ও রাশিয়ার বিষয়ে মার্কিন পররাষ্ট্র নীতি নিয়ে কথা বলছিলেন, তখন পাকিস্তান সম্পর্কে এ মন্তব্য করেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানেন তিনি কী চান। তবে তার অনেক সমস্যা রয়েছে, আমরা কীভাবে তা নিয়ন্ত্রণ করব। রাশিয়ায় যা ঘটছে, তা কীভাবে নিয়ন্ত্রণ করব। এরপরই পাকিস্তানকে ‘বিপজ্জনক’ দেশ হিসেবে উল্লেখ করেন তিনি।

বাইডেন বলেন, যেসব দেশ বিশ্বের জন্য বিপজ্জনক, সেসব দেশের একটি হচ্ছে পাকিস্তান। দেশটির হাতে নিয়ন্ত্রণহীন পারমাণবিক অস্ত্র রয়েছে।