প্রেস বিজ্ঞপ্তিঃ
পেকুয়া উপজেলার প্রবাসীদের সর্ব বৃহৎ সংগঠন পেকুয়া উপজেলা প্রবাসী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এই কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন দেয়া হয়। পেকুয়া উপজেলা প্রবাসী ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা আজিজুল হক ও সাবেক প্রধান উপদেষ্টা এম এ মোস্তফার স্বাক্ষরে এই কমিটির অনুমোদন দেয়া হয়। তারা বলেন, পেকুয়া উপজেলা প্রবাসীদের সর্ববৃহৎ সংগঠনটির সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার লক্ষে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হলে তারা নির্বাচন অনুষ্ঠানে নয় ছয়, আর্থিক লেনদেন, নজিরবিহীন দলীয়করণ, প্রবাসীদের প্রতি বৈষম্য সৃষ্টি এবং তাদের স্বেচ্ছাচারিতায় সংগঠনটিতে সংকট সৃষ্টি হলে আমরা সংগঠনটির গতিশীলতা বাড়াতে এবং অচলাবস্থা নিরসনকল্পে বেশিরভাগ উপদেষ্টার মতামতের ভিত্তিতে নিম্মরুপ কমিটি ঘোষণা করি। এই কমিটি আজ ১০ অক্টোবর ২০২২থেকে দায়িত্ব পালন করবে। একটি মহল ব্যক্তিস্বার্থে সংগঠনটি ব্যবহারে উদ্দেশ্যে এই কমিটির বিরুদ্ধে অপপ্রচার চালাতে পারে কিন্ত সংগঠনের বৃহত্তর স্বার্থে সকল রেমিট্যান্স যোদ্ধার ঘামের বদৌলতে এলাকার সেবার ব্রত যেন বাধাগ্রস্থ না হয় সেই স্বার্থে সকলকে এই কমিটির উপর আস্থা, দৃঢ় বিশ্বাস এবং তাদেরকে দায়িত্ব পালনে সহযোগিতা করার বিনীত অনুরোধ রইলো।

কমিটি নিম্মরুপ সভাপতি শাহ আলম, সিনিয়র সহ সভাপতি জয়নাল আবেদীন, সহ সভাপতি যথাক্রমে এম ডি হাশেম, এইচ এম রিয়াজ, ইউসুফ আকবর, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক কফিল উদ্দিন রানা,যুগ্ম সম্পাদক যথাক্রমে মিরাজ উদ্দিন আশেক ও মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক যথাক্রমে মানিকুল ইসলাম মানিক ও রেজাউল করিম, দপ্তর সম্পাদক সাকাওয়াত হোছেন, সহ দপ্তর সম্পাদক সালাউদ্দিন, অর্থ সম্পাদক রিদুয়ানুল হক হৃদয়, সহ অর্থ সম্পাদক রেজাউল করিম, প্রচার সম্পাদক ওমর ছিদ্দিক, সহ প্রচার সরওয়ার আলম, আইন বিষয়ক সম্পাদক দেলোয়ার হোছাইন, সহ আইন বিষয়ক সম্পাদক মনছুর আলম, শ্রম বিষয়ক সম্পাদক ফরমানুল হক, সহ শ্রম বিষয়ক সম্পাদক মিসকাত হোছাইন,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুজিবুল করিম, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রিদুয়ানুল হক,মানবাধিকার বিষয়ক রাসেল (লিবিয়া), সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ইদ্রিস মিয়া, সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এরশাদ হোছাইন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহের মোহাম্মদ ফাহিম, সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুল গফুর (সৌদি আরব), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাজ্জাদুল ইসলাম, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার, ধর্ম বিষয় সম্পাদক মৌঃ বেলাল উদ্দিন, সহ ধর্ম বিষয়ক সম্পাদক সাহেদুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক ওসাম গনি রোহান, সহ যুব ও ক্রীড়া সম্পাদক আমির হামজা, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ইসলাম, সহ সাংস্কৃতিক সম্পাদক সাইমুম সোহেল (কাতার) ও পাঠাগার বিষয়ক সম্পাদক বেলাল উদ্দিন।