এম.এ আজিজ রাসেল:
মাদক, বিদ্যুৎ সাশ্রয়, ফুটপাত দখল, অতিরিক্ত ভাড়াসহ বিভিন্ন ইস্যুতে অভিযান চালিয়েছে জেলা টাস্কফোর্স কমিটি। এসময় বেশ কয়েকটি কটেজ থেকে উদ্ধার করা হয় ইয়াবা। এসময় আটক করা হয় ৪ জনকে। গতকাল বিকালে এ অভিযান চালানো হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান জানান, কিছু কিছু হোটেলে মাদকসহ নানা অভিযোগ রয়েছে। তাদের কারণে পর্যটকরা নিরাপত্তাহীনতায় রয়েছে। অপরাধ নিমূর্লের জন্য এই অভিযান চালানো হয়েছে। পর্যটকরা যেন তাদের যথাযথ সম্মান পায়।

এদিকে এই অভিযানকে স্বাগত জানিয়েছে হোটেল মোটেল গেষ্ট মালিক সমিতি। হোটেল মোটেল গেষ্ট মালিক সমিতির সভাপতি আলহাজ¦ আবুল কাশেম সিকদার বলেন, কিছু হোটেল ও কটেজ পর্যটন সেবার হিতের বিপরীত চলছে। তাদের কারণে অন্যদের বদনাম হচ্ছে। তাই এই অভিযান যুগপোযুগী।

প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর একের পর এক অভিযানে কটেজ জোনে স্বস্তি ফিরলেও পর্যটকদের মাঝে এর বিরূপ প্রভাব না পড়ে সেদিকে খেয়াল রাখার দাবি সংশ্লিষ্টদের।