এম.এ আজিজ রাসেল :
কক্সবাজার থেকে চট্টগ্রামে বিভিন্ন রোডে চলাচলরত বাস-মিনিবাসে নতুন ভাড়া কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবহন মালিকদের সাথে মতবিনিময়কালে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।
সভায় নতুনভাড়া কার্যকরের সিদ্ধান্ত সমূহ হল— কক্সবাজার থেকে রামু ৪৮ টাকা, কক্সবাজার বাসটার্মিনাল থেকে ঈদগাঁও ৮৪ টাকা, কক্সবাজার বাসটার্মিনাল থেকে খুটাখালী ১০৬ টাকা, কক্সবাজার বাসটার্মিনাল থেকে চকরিয়া ১২৮ টাকা, কক্সবাজার বাসটার্মিনাল থেকে বদরখালী ১৬৫ টাকা, কক্সবাজার বাসটার্মিনাল থেকে মগনামা ১৮৯ টাকা, কক্সবাজার বাসটার্মিনাল থেকে উখিয়া ৫৯ টাকা, কক্সবাজার বাসটার্মিনাল থেকে ইনানী বীচ ৭৭ টাকা, কক্সবাজার বাসটার্মিনাল থেকে টেকনাফ ১৮০ টাকা ও কক্সবাজার বাসটার্মিনাল থেকে চট্টগ্রাম ৩৩২ টাকা।
এ ভাড়া বৃদ্ধি গ্যাস, অকটেন ও পেট্টোল চালিত যানবাহনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।