আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফ সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল এলাকায় আটক আসামীদের বসত-বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ স্বামী ও স্ত্রীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৬জুলাই) রাতে উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল এলাকার পাকা রাস্তার পাশে আটক আসামীদের বসত-বাড়ি থেকে ৫ হাজার ৮ পিস ইয়াবাসহ তাদের আটক করতে সক্ষম হয়।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাফিজুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সাবরাং সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল এলাকার পাকা রাস্তার পাশে আটক আসামীদের বসত-বাড়িতে টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম রাফীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় আটক আসামীদের বসত-বাড়ি থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ টেকনাফ সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল এলাকার মৃত আনু মিয়ার ছেলে ছৈয়দ আলম (৫২) ও তার স্ত্রী জাহেদা খাতুন(৪৭) কে আটক করা হয়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামীদেরকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।