প্রেস বিজ্ঞপ্তি:
“সত্যের পথে সাহসের সাথে কলম চলবে অবিরাম” প্রতিপাদ্যে সাহিত্যের ছোট্ট কাগজ সাহিত্যকলি’র ষষ্ঠ সংখ্যা পবিত্র আযহার বিশেষ সংখ্যা হিসেবে প্রকাশিত হয়েছে।
মহিমান্বিত কুরবানীর ফাযায়িল-মাসায়িল, আল্লামা মুফতি আব্দুল হালিম বোখারী রহ. এর জীবন-অবদানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদী নিয়ে বরেণ্য, নবীন-প্রবীণ লেখক, সাহিত্যিকদের প্রবন্ধ -নিবন্ধ, শিশুতোষ গল্প, স্মৃতিকথা, ছড়া, কবিতায় সাজানো হয়েছে সাহিত্যকলি’র ৬ষ্ঠ সংখ্যা।
জুমাবার (৮ জিলহজ্ব, ০৮ জুলাই) বাদ মাগরিব কক্সবাজার রামু চৌমুহনীস্থ কাজী মোহাম্মদ আলীর বৈঠকখানায় মাসিক সাহিত্যকলির নতুন এ সংখ্যার প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লেখক, প্রাবন্ধিক, সাহিত্যিক, সম্ভাবনাময়ী নবীন লেখকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে এ সাহিত্যায়োজন হয়ে উঠে অনেক প্রাণবন্ত।

মাসিক সাহিত্যকলি’র উপদেষ্টা সম্পাদক রামু লেখক ফোরামের সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেখক কবি, প্রাবন্ধিক এম সুলতান আহমদ মনিরী। তিনি বলেন, মাসিক সাহিত্যকলি নবীন লিখিয়েদের একটি আশাজাগানিয়া প্রকাশনা। সত্য ও সুন্দরের অভিযাত্রায় সুস্থধারার সাহিত্য-সংস্কৃতি চর্চায় সম্ভাবনাময়ী এ সাহিত্য ম্যাগাজিনটি নবীনদের অগ্রযাত্রার মাইলফলক হিসেবে কাজে আসবে।
নতুন সম্পাদক অলি উল্লাহ আরজুর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের নির্বাহী সদস্য মাওলানা কাজি জসিমউদ্দীন , রামু লেখক ফোরামের সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমান, অর্থ সম্পাদক মাওলানা মুহাম্মদ দিদারুল আলম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সম্পাদনা সহযোগী মুহাম্মদ নুরুল আলম, কবি শফিকুল ইসলাম, মাওলানা সাঈদ হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কচিফুলের আসর বিভাগীয় সম্পাদক কবি মাওলানা আব্দুল্লাহ হোসাইনী, নবীন লিখিয়ে রাশেদুল ইসলাম মারুফ, জিয়াউল হক বাদশাহ, আব্দুল্লাহ আল-মাহমুদ, মোরশেদ হোছাইন জামিল, ঈছা আল রাইয়ান, রহিমউল্লাহ আশেকী,
হাফেজ জুনাইদুল ইসলাম, মুহাম্মদ সোহাইল প্রমুখ।