সংবাদ বিজ্ঞপ্তি :
রাষ্ট্রীয়ভাবে ১১দিনের বিদেশ সফরে গিয়ে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার জন্য বিশেষ উপহার সরূপ বার্সেলোনা শহরের ঐতিহ্যবাহী বার্সেলোনা ক্লাব থেকে দু’টি ফুটবল এনেছেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।
বুধবার দুপুরে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের হাতে এই ফুটবল দু’টি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন মেয়র মুজিব।
এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন, ফুটবল সম্পাদক অধ্যাপক জসিম উদ্দিন, সদস্য রতন, এম.আর মাহবুব, তসলিমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ব্যতিক্রমী এমন উপহার পেয়ে ক্রীড়াবান্ধব মেয়রকে ধন্যবাদ জানান জেলা প্রশাসক এবং জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।
প্রসঙ্গত: যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, জার্মানি, বেলজিয়াম ও ফ্রান্সে ১১দিনের সরকারি সফর শেষে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান মেয়র মুজিবুর রহমান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।