মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ২৭ মে শুক্রবার থেকে শুরু হচ্ছে। খেলায় কক্সবাজার জেলার বৃহত্তর ৮ টি উপজেলা ফুটবল টিম অংশ নেবে।

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সম্পাদক এ.কে.এম রাশেদ হোছাইন নান্নু সিবিএন-কে এ তথ্য জানিয়েছেন।

কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি জাহিদ ইকবালকে সভাপতি এবং এ.কে.এম রাশেদ হোছাইন নান্নুকে সম্পাদক করে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন-জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দীন।

বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য
২৭ মে উদ্বোধনী খেলায় প্রথম রাউন্ডে কক্সবাজার সদর উপজেলা ফুটবল টিম ও পেকুয়া উপজেলা ফুটবল টিম অংশ নেবে। এছাড়া ২৮ মে চকরিয়া উপজেলা ফুটবল টিম বনাম উখিয়া উপজেলা ফুটবল টিম, ২৯ মে রামু উপজেলা ফুটবল টিম বনাম কুতুবদিয়া উপজেলা ফুটবল টিম এবং ৩০ মে মহেশখালী উপজেলা ফুটবল টিম বনাম টেকনাফ উপজেলা ফুটবল টিম খেলায় অংশ নেবে।

৩১ মে প্রথম সেমিফাইনাল এবং ১ জুন দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ৩ জুন শুক্রবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। প্রতিদিন বিকেল আড়াইটায় খেলা শুরু হবে।