মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

রামু’র দক্ষিণ মিটাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মুফিদুল আলম এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।

নব নর্বাচিত চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা রোববার ২৩ জানুয়ারি পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালকের চট্টগ্রামস্থ কার্যালয়ে গেলে পরিচালক মুফিদুল আলম তাঁকে অভ্যর্থনা জানান। এসময় উভয়ে পরিবেশ সহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। পরিচালক মুফিদুল আলম দক্ষিণ মিটাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা’র সাফল্য কামনা করেন।

সরকারের জ্যেষ্ঠ উপসচিব, পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মুফিদুল আলম রামু’র দক্ষিণ মিটাছড়ি ইউনিয়নের সন্তান।

প্রসঙ্গত, ২০২১ সালের ১১ নভেম্বর অনুষ্ঠিত কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী খোদেস্তা বেগম রীনা ৮ জন পুরুষ চেয়ারম্যান প্রার্থীকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচনে খোদেস্তা বেগম রীনা ৫ হাজার ৯১৫ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী টেবিল ফ্যান প্রতীকে তৎকালীন চেয়ারম্যান মো. ইউনুছ পান ৩ হাজার ৪৩৫ ভোট। এই ইউনিয়নের ১৬ হাজার ১২৮ জন ভোটারের মধ্যে ১৩ হাজার ২৯২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।