শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া প্রতিনিধি :

কক্সবাজারের কুতুবদিয়ার রোমাই পাড়ায় মেরিট প্লাস কিন্ডার গার্টেন স্কুলে ওয়াকিবুল হক হাকিম (৪) নামে এক ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগে শিক্ষককে ১৫শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় ওই স্কুল বন্ধ রাখারও ঘোষণা দেওয়া হয়।

শনিবার (২২ জানুয়ারি) বিকালে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরের জামান চৌধুরী।

আহত শিক্ষার্থীর বাবা জেয়াবুল হক জানান, তার ছেলে মেরিট প্লাস কিন্ডার গার্টেন স্কুলের নার্সারীতে পড়েন। প্রতিদিনের মত শনিবার সে স্কুলে গেলে শিক্ষক মোঃ মহসিন হাকিম (২৮) অহেতুক বেত দিয়ে পিঠে বুকে সম্পূর্ণ শরীরে রক্তাক্ত করাতে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি করি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ প্রদান করি।

এ বিষয়টি নিশ্চিত করে বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আবুল কালাম জানান, নার্সারীর এক ছাত্রকে মারধার করায় ইউএনও সাহেব শিক্ষককে জরিমানা করেন এবং সুস্থ না হওয়া পর্যন্ত সমস্ত চিকিৎসা খরচ বহন পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত ওই বেসরকারি কেজি স্কুলটি বন্ধ থাকবে। সন্ধ্যায় উপজেলা কার্যালয়ে মিটিং এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি।