হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর:
খতীবে আযম রহ. এর সাহেবযাদা, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির অন্যতম উপদেষ্টা আল্লামা সোহাইব নোমানী রহ. এর নামাযে জানাযায় আগত পার্টির আমীর আল্লামা সরওয়ার কামাল আজিজী বলেন, খতীবে আযম আল্লামা ছিদ্দিক আহমদ রহ. ছিলেন উপমহাদেশের অন্যতম দার্শনিক ও কিংবদন্তি ইসলামী রাজনীতিক, বুদ্ধিবৃত্তিক আন্দোলন- সংগ্রামের অগ্রসেনানী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির অবিসংবাদিত নেতা। তাঁর সাহেবযাদা আল্লামা হাফেজ সোহাইব নোমানী রহ. ছিলেন পিতার স্বার্থক উত্তরসূরি। তিনি অত্যন্ত সদালাপী ও আল্লাহওয়ালা মানুষ ছিলেন। মানুষকে সুন্দর আচরণে সহজে মুগ্ধ করতেন। আমৃত্যু তিনি বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সাথে নিষ্ঠার সাথে সম্পৃক্ত থেকে ইসলামী নেজাম প্রতিষ্ঠার সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন। তিনি পুরোটা জীবন ইলমে নবভীর দরস-তাদরিসে নিবেদিত ছিলেন। মরহুমের বিশাল নামাযে জানাযা তাঁর অবদানের অবিস্মরণীয় স্বীকৃতি। মরহুমসহ আমাদের পূর্বসূরিদের ত্যাগ ও অবদানে অনুপ্রাণিত হয়ে পার্টির নেতা-কর্মীদের আরও উজ্জীবিত হয়ে সাংগঠনিক তৎপরতায় মনোনিবেশ করতে হবে।

গতকাল ( ৪ জানুয়ারী) মঙ্গলবার বাদ আছর খতীবে আযম আল্লামা ছিদ্দিক আহমদ রহ. প্রতিষ্ঠিত বরইতলী ফয়জুল উলুম মাদ্রাসায় নেজামে ইসলাম পার্টির অন্যতম উপদেষ্টা মাওলানা সোহাইব নোমানী রহ. এর নামাযে জানাযা পরবর্তী তাৎক্ষণিক স্মরণ সভায় আল্লামা আজিজী উপরোক্ত কথা বলেন।
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নায়েবে আমীর মাওলানা আব্দুল খালেক নিজামীর সভাপতিত্বে এ সভায় স্বাগত বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নায়েবে আমীর ও কক্সবাজার জেলা আমীর মাওলানা হাফেজ ছালামতুল্লাহ। আরও বক্তব্য রাখেন, জেলা নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নৃরুল কবির হিলালী, ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর। এছাড়াও পার্টির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা মাহমুদুল হক, চট্টগ্রাম মহানগর নেতা মাওলানা শামসুদ্দিন আফতাব, কক্সবাজার জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুব উল্লাহ নোমানী, অর্থ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী, চকরিয়া উপজেলা আমীর মাওলানা ফরিদুল হক, সাধারণ সম্পাদক মাওলানা ডা. মঈন উদ্দিন গাজী, কক্সবাজার শহর আমীর মাওলানা খালেদ সাইফী, সাবেক জেলা সাংগঠনিক সম্পাদক নূর মুহাম্মদ, প্রাক্তন জেলা সহ-সভাপতি মুফতি ইউছুফ আলী মক্কী, বর্তমান জেলা সভাপতি হাফেজ শওকত আলী, চকরিয়া উপজেলা সমন্বয়ক রিয়াদ উদ্দিন রামু উপজেলা সভাপতি মুহাম্মদ আব্দুল করিম, সাধারণ সম্পাদক মুহাম্মদ অলিউল্লাহ আরজুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে মরহুম খতীবে আযম রহ. ও মাওলানা সোহাইব নোমানী রহ. এর মাগফিরাত কামনায় আল্লাহর দরবারে বিশেষ মুনাজাত করা হয়।