প্রেস বিজ্ঞপ্তি:
আশেক উল্লাহ এমপি বলেছেন, জাতির জনকের কন্যা শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন বলেই বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়িয়েছে বাংলাদেশ। অর্থনৈতিকভাবে দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশকে পিছনে রেখে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। স্বাধীনতার সুফল পাচ্ছেন দেশের মানুষ। যারা স্বাধীনতাকে বিপন্ন করে দেশকে পাকিস্তানী ধারায় নিতে চেয়েছিল তারা ব্যর্থ হয়েছে। দেশের স্বল্প আয়ের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে শেখ হাসিনা কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। জাতির জনকের স্বপ্ন পুরণে এগিয়ে নিচ্ছেন দেশকে। স্বাধীনতার ৫০ বছরে আওয়ামী লীগের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হলেও দেশের মানুষ রুখে দিয়েছে ষড়যন্ত্রকারীদের। জাতির জনককে স্বপরিবারে হত্যা করে দেশকে লুটপাঠের স্বর্গ রাজ্যে পরিণত করেছিল দেশ বিরোধী চক্র। যার ধারা বাহিকতায় বেগম খালেদা জিয়া এতিমের টাকাও লুট করেছেন। জিয়া পরিবারের দূর্নীতির কারণে দেশের মর্যদাহানী হয়েছে বিশ্ববাসীর কাছে।
আশেক উল্লাহ রফিক এমপি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রযাত্রা রুখতে শেখ হাসিনাকে অন্তত ২৩ বার হত্যা করার চেষ্টা করেছে বিএনপি জামায়াত চক্র। দেশের মানুষ এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বিএনপি জামায়াত এখন দেউলিয়া হবে পথে। তিনি গতকাল বেলা আড়াইটায় মহেশখালীতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিজয় শোভাযাত্রা শেষে প্রধান অতিথির বক্তব্য দানকালে তিনি একথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ফরিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি এম আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ আবু তালেব, যুগ্ম সাধারণ সম্পাদক মুহম্মদ রুহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক ব্রজগোপাল ঘোষ, উপজেলা কৃষক লীগের সভাপতি অধ্যক্ষ সরওয়ার কামাল, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নাছির উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক কুতুব উদ্দিন এলাহী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রণব কুমার দে, উপপ্রচার সম্পাদক এহছানুল করিম, সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল, উপজেলা যুবলীগের আহবায়ক সাজেদুল করিম, যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান এডঃ শেখ কামাল, যুগ্ম আহবায়ক সেলিম উল্লাহ সেলিম, উপজেলা আওয়ামী লীগ নেতা আবদুস সামাদ, বড় মহেশখালী আওয়ামী লীগের সভাপতি সিরাজ মিয়া বাশি, সাধারণ সম্পাদক নুরুল আমিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবদু শুক্কুর, সহসভাপতি জাহাঙ্গীর আলম, ছোট মহেশখালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রায়হান, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আসহাদ উল্লাহ সায়েম, যুবলীগ নেতা মোজাম্মেল হক বাহাদুর, উপজেলা ছাত্রলীগের সভাপতি হালিমুর রশিদ, উপজেলা ছাত্রলীগ নেতা শাহনেওয়াজ সানু, মুজিবুল হক মুজিব, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা নুর মোহাম্মদ বাদশা, সাহেল মোঃ আশেক।
আলোচনা সভার আগে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে আশেক উল্লাহ রফিক এমপি’র নেতৃত্বে বিশাল বিজয় শোভাযাত্র পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে শেষ হয়।