দেলওয়ার হোছাইন,পেকুয়া :

কক্সবাজারের পেকুয়ায় মোতাহেরা বেগম (২৮) নামের এক গৃহবধূ কে মারধর করে কাঁচা দাতঁ ফেলে দিলো দূর্বৃত্তরা।

ঘটনার খবর পেয়ে স্থানীয়রা এগিয়ে এসে আহত গৃহবধূ কে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

১৭ ডিসেম্বর সকাল ৭ টায় সদর ইউনিয়নের গোয়াখালী টেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত গৃহবধূ ওই এলাকার দিল মোহাম্মদের স্ত্রী।

আহত মোতাহেরা বেগম বলেন, সকালে তার বাড়ীতে সবজি ক্ষেতে পানি দিচ্ছেন এমন সময় প্রতিবেশি পেঠান আলীর মেয়ে ন্বামী পরিত্যক্তা হাসিনা বেগম অহেতুক অকথ্য ভাষায় গালাগালি শুরু করে। এতে আমি প্রতিবাদ করলে পেঠান আলীর স্ত্রী লায়লা বেগম তার ভাই জয়নাল আবেদিন ও আরো কয়েকজন লোক এসে আমাকে মারধর করে কিল ঘুষি মেরে কাঁচা দাত ফেলে দেয়। আমি ঘরে ঢুকে গেলে তারাও গিয়ে আমার স্বামীর অপারেশন করার জন্য রক্ষিত নগদ ত্রিশ হাজার টাকা লুট করে নিয়ে আসে এতে আমি বাঁধা দিলে তারা আমাকে লোহার রড দিয়ে মাথায় এলোপাতাড়ি আঘাত করে।

এদিকে আহত গৃহবধূর স্বামী দিল মোহাম্মদ বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পেকুয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এ প্রসঙ্গে পেকুয়া থানার ওসি (তদন্ত) কানন সরকার অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেন এবং তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান।