আব্দুস সালাম,টেকনাফ:
কক্সবাজারের টেকনাফ পৌরসভা ও বাহারছরা ইউপি নির্বাচনে ঘোষিত তপশীল মতে মনোনয়পত্র বাছাইয়ের দিনে ৬ জন প্রার্থীর মনোনয়পত্র রিটার্ণিং অফিসার কতৃক বাতিল করা হয়েছে। এরমধ্যে মেয়র পদে ২ জন এবং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪ জন।
বাছাই শেষে রাতে রিটার্ণিং অফিসার ও টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ বেদারুল ইসলাম জানান,সোমবার (২৯ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে এক টানা মনোনয়পত্র বাচাইয়ের কার্যক্রম।
টেকনাফ পৌরসভায় ১টি মেয়র পদে ৪ জন, সংরক্ষিত ৩টি আসনে ১০ জন এবং সাধারণ ৯টি ওয়ার্ডে ৪০ জন মোট ৫৪ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। নারী কাউন্সিলার পদে সংরক্ষিত ১নং আসনে ৪ জন, সংরক্ষিত ২নং আসনে ৪ জন, সংরক্ষিত ৩নং আসনে ২ জন, সাধারণ ১নং ওয়ার্ডে ৩ জন, সাধারণ ২নং ওয়ার্ডে ৫ জন, সাধারণ ৩নং ওয়ার্ডে ৪ জন, সাধারণ ৪নং ওয়ার্ডে ৬ জন, সাধারণ ৫নং ওয়ার্ডে ৬ জন, সাধারণ ৬নং ওয়ার্ডে ৭ জন, সাধারণ ৭নং ওয়ার্ডে ১ জন, সাধারণ ৮নং ওয়ার্ডে ৪ জন, সাধারণ ৯নং ওয়ার্ডে ৪ জন। এতে প্রার্থীদের দাখিলকৃত কাগজপত্র যাচাই—বাছাই করে বিভিন্ন কারণে ৬ জন প্রার্থীর মনোনয়পত্র বাতিল করা হয়েছে। এরমধ্যে মেয়র পদে ২ জন এবং সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪ জন। বাতিলকৃত মেয়র পদে ২ জন হলেন আবদুস শুক্কুর সিআইপি ও মোঃ ইসমাইল। দু’জনই স্বতন্ত্র প্রার্থী। সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪ জন হলেন ৩নং ওয়ার্ডের হাবিবুল হক, ৬নং ওয়ার্ডের মনির আলম, ৯নং ওয়ার্ডের আবদুল আমিন জিসান ও জুবাইর হোসেন।
এছাড়া বাহারছরা ইউনিয়নে চেয়ারম্যান পদে ১ নারীসহ ১৩ জন, সংরক্ষিত ১নং আসনে ৬ জন, সংরক্ষিত ২নং আসনে ৮ জন, সংরক্ষিত ৩নং আসনে ৬ জন, সাধারণ ১নং ওয়ার্ডে ৯ জন, সাধারণ ২নং ওয়ার্ডে ৯ জন, সাধারণ ৩নং ওয়ার্ডে ৮ জন, সাধারণ ৪নং ওয়ার্ডে ৫ জন, সাধারণ ৫নং ওয়ার্ডে ৬ জন, সাধারণ ৬নং ওয়ার্ডে ৮ জন, সাধারণ ৭নং ওয়ার্ডে ৭ জন, সাধারণ ৮নং ওয়ার্ডে ৭ জন, সাধারণ ৯নং ওয়ার্ডে ৮ জনসহ মোট ১০০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। বাছাইয়ে কারও মনোনয়নপত্র বাতিল হয়নি। তপশীল মতে আপীল দায়ের ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর, আপীল নিষ্পত্তি ৩—৫ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর, ভোটগ্রহণ ২৬ ডিসেম্বর রবিবার।
টেকনাফ পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন যাঁরা
টেকনাফ পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র দাখিলকারী ৪ জন প্রার্থীরা হলেন বর্তমান মেয়র হাজী মোঃ ইসলাম (আওয়ামীলীগ), মোঃ শাহজাহান (জাতীয় পার্টি), আবদুস শুক্কুর (স্বতন্ত্র), মোঃ ইসমাইল (স্বতন্ত্র)।
সংরক্ষিত ১নং আসনে মনোনয়নপত্র দাখিলকারী ৪ জন প্রার্থীরা হলেন রুবিনা আক্তার, কোহিনুর আক্তার, ফিরোজা বেগম, ইয়াসমিন আক্তার।
সংরক্ষিত ২নং আসনে মনোনয়নপত্র দাখিলকারী ৪ জন প্রার্থীরা হলেন শামিমা আক্তার, জোসনা আক্তার, লিলি আক্তার, দিলরুবা খানম।
সংরক্ষিত ৩নং আসনে মনোনয়নপত্র দাখিলকারী ২ জন প্রার্থীরা হলেন নাজমা আলম, আরেফা বেগম।
সাধারণ ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিলকারী ৩ জন হলেন মোঃ ইউনুস, দিল মোহাম্মদ, শাহ আলম মিয়া।
সাধারণ ২নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিলকারী ৫ জন হলেন মোঃ আবু হারেছ, হাফেজ এনামুল হাসান, সাইফুদ্দিন মোহাম্মদ মামুন, মোঃ আয়ুব, মোঃ ওয়াজ করিম।
সাধারণ ৩নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিলকারী ৪ জন হলেন এহেতেশামুল হক, আশরফ আলী, মো. জাহেদ হোছাইন, হাবিবুল হক।
সাধারণ ৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিলকারী ৬ জন হলেন হাসান আহমদ, ইমান শরীফ, হোসেন আহমদ, মো. তারেক, মোবারক, আবদুর রহিম মুন্না।
সাধারণ ৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিলকারী ৬ জন হলেন ছৈয়দুল ইসলাম, নুরুল হোসাইন, একেএম মঞ্জুরুল করিম, মোঃ ইউসুফ, রেজাউল করিম, ছৈয়দ আলম।
সাধারণ ৬নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিলকারী ৭ জন হলেন আবদুল করিম, মনির আলম, আবদুল গফুর, শেখ হায়দার, মোঃ আবদুল্লাহ, সোহেল রানা, নুরুল পারভেজ।
সাধারণ ৭নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিলকারী ১ জন হলেন মাওঃ মুজিবুর রহমান।
সাধারণ ৮নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিলকারী ৪ জন হলেন আবদুল জব্বার, গফুর আলম, মোঃ মনিরুজ্জামান, মোঃ আলমগীর।
সাধারণ ৯নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিলকারী ৪ জন হলেন মোস্তাক আহমদ, আবদুল আমিন জিসান, নুরুল বশর, জোবাইর হোসেন।
এছাড়া বাহারছরা ইউপি নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন যাঁরা বাহারছরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী ১ নারীসহ ১৩ জন প্রার্থীরা হলেন আমজাদ হোসেন (স্বতন্ত্র), মোহাম্মদ ইসলাম (স্বতন্ত্র), জাফরুল ইসলাম (স্বতন্ত্র), ওমর ফারুক (ইসলামী আন্দোলন), আবদুর রহমান (স্বতন্ত্র), মাওঃ আজিজ উদ্দিন (আওয়ামীলীগ), মোক্তার আহমদ (স্বতন্ত্র), মোঃ রফিকুল্লাহ (স্বতন্ত্র), মোঃ সিকান্দর (স্বতন্ত্র), হাসিনা আক্তার (স্বতন্ত্র), হোছন আহমদ (স্বতন্ত্র), জসিম উদ্দিন (জাতীয় পার্টি), হেলাল উদ্দিন (স্বতন্ত্র)।
সংরক্ষিত ১নং আসনে মনোনয়নপত্র দাখিলকারী ৬ জন হলেন জুহুরা বেগম, আনোয়ারা বেগম, জাহেদা বেগম, জহুরা বেগম, রেহেনা আক্তার, আরেফা আক্তার।
সংরক্ষিত ২নং আসনে মনোনয়নপত্র দাখিলকারী ৮ জন হলেন খুরশিদা বেগম, মুবিনা খাতুন, আনোয়ারা বেগম, শাকেরা আক্তার, শাহেনা আক্তার, আমিনা খাতুন, শামশুন্নাহার, মুর্শিদা আক্তার।
সংরক্ষিত ৩নং আসনে মনোনয়নপত্র দাখিলকারী ৬ জন হলেন রহিমা আক্তার তসলিমা আক্তার, খালেদা বেগম, আমিনা খাতুন, সুফিয়া বেগম, ফেরদৌস বেগম।
সাধারণ ১নং ওয়ার্ডে মনোনয়নপত্র দাখিলকারী ৯ জন হলেন আবদুল মালেক, মোঃ ইউনুচ, শাহ আলম, রাসেল উদ্দিন, আবদুল হক, দেলোয়ার হোছাইন, মোঃ সিরাজুল হক, হামিদ আহমদ, জিয়া উদ্দিন।
সাধারণ ২নং ওয়ার্ডে মনোনয়নপত্র দাখিলকারী ৯ জন হলেন নুরুদ্দিন, শফিউল কাদের, ফজল কাদের, আবদুল গফুর, মোঃ ইলিয়াছ, জিয়াউর রহমান জিয়া, মোবারক হোসেন, নুরুন্নবী, ছালামত উল্লাহ।
সাধারণ ৩নং ওয়ার্ডে মনোনয়নপত্র দাখিলকারী ১ নারীসহ ৮ জন হলেন শফি উল্লাহ, সোনা আলী, আমান উল্লাহ, ছৈয়দ আহমদ, শামসুল আলম, সুমাইয়া ইয়াসমীন, আবু ছৈয়দ, ছৈয়দ উল্লাহ।
সাধারণ ৪নং ওয়ার্ডে মনোনয়নপত্র দাখিলকারী ৫ জন হলেন এনাম উল্লাহ, হাফেজ আহমদ, আনোয়ারুল ইসলাম, আবদুল করিম, শফি উল্লাহ।
সাধারণ ৫নং ওয়ার্ডে মনোনয়নপত্র দাখিলকারী ৬ জন হলেন হুমায়ুন কাদের, ইলিয়াছ হেলালী, শওকত রশিদ, জাকের উল্লাহ, ফজলুল কাদের, নুরুল আবসার।
সাধারণ ৬নং ওয়ার্ডে মনোনয়নপত্র দাখিলকারী ৮ জন হলেন আবুল কাসেম, নুর উদ্দিন, মোঃ রফিক, ইরফান আহমদ, ইসমত তোহা বাবু, নুরুল আমিন, ছলিম উল্লাহ, জিয়াউর রহমান।
সাধারণ ৭নং ওয়ার্ডে মনোনয়নপত্র দাখিলকারী ৭ জন হলেন ফরিদ উল্লাহ, আবদুল খালেক, হামিদ হোছন, আবদুল আমিন, আলী মিয়া, আবদুল আজিজ, বেলাল উদ্দিন।
সাধারণ ৮নং ওয়ার্ডে মনোনয়নপত্র দাখিলকারী ৭ জন হলেন ছৈয়দ হোছাইন, নুরুল ইসলাম, মোঃ আবদুল্লাহ, রফিকুল ইসলাম, আবদুল মজিদ, মুজিব উল্লাহ, আবদুল্লাহ।
সাধারণ ৯নং ওয়ার্ডে মনোনয়নপত্র দাখিলকারী ১ নারীসহ ৮ জন হলেন হোছাইন আলী, আবদুর রহমান, মীর কাসেম, মোঃ ইলিয়াস, রেজাউল করিম, জাহেদা আক্তার, আমির হোছাইন, ফরিদুল ইসলাম।