মোঃ রেজাউল করিম, ঈদগাঁও:
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আজ নবগঠিত ঈদগাঁও উপজেলায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন ও ত্রাণ বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে এবং দুই পদাতিক ব্রিগেডের ব্যবস্থাপনায় এ কর্মসূচি গ্রহণ করা হয়। সকালে উপজেলাধীন ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে এসব কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ ফখরুল আহসান। দিনব্যাপী এ ক্যাম্পেইনে রামু সেনানিবাস এর বিশেষজ্ঞ চিকিৎসক দল ৬০০ জন রোগীকে ফ্রী চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ পত্র সরবরাহ করেন। এ সময় কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান মোঃ নুর সিদ্দিক ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। পরে ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রায় ৫০০ জন অসহায় হতদরিদ্রের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন মেজর জেনারেল মোহাম্মদ ফখরুল আহসান ও ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।