অনলাইন ডেস্ক: ইসরাইল দাবি করছে, পরমাণু বোমা তৈরির কাছাকাছি পৌঁছে গেছে ইরান। ইরান নিজেও জানিয়েছে, তারা ২৫ কেজি ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে যা প্রায় ৬০ শতাংশ বিশুদ্ধ। একটি পরমাণু বোমা তৈরির জন্য যতটুকু সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন এটা তার প্রায় কাছাকাছি। এছাড়া আরো ২১০ কেজির বেশি ইউরেনিয়ামও সমৃদ্ধ করেছে ইরান, যা ২০ শতাংশ বিশুদ্ধ। ইরানের দাবি হচ্ছে, এগুলো শান্তিপূর্ণ উদ্দেশ্যে করা হচ্ছে। যদিও ইরানি বিশেষজ্ঞরাই স্বীকার করেছেন যে, এর আগে এই ধরনের উচ্চ ক্ষমতাসমৃদ্ধ ইউরেনিয়াম শুধুমাত্র পারমাণবিক অস্ত্রসমৃদ্ধ দেশগুলোর কাছেই ছিল। এ খবর দিয়েছে বিবিসি।

ইসরাইলও বিশ্বাস করে ইরান যে কোনো সময় পরমাণু অস্ত্র তৈরি করতে সক্ষম। দেশটির এক নিরাপত্তা কর্মকর্তা বলেন, ইরানি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য উপযুক্ত উপাদান তৈরির কাছাকাছি পৌঁছে গেছে যা অতীতে ছিল না।

এই বিষয়টি ইসরায়েল রাষ্ট্রের নিরাপত্তার উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। ইসরাইল মনে করে, ইরান যদি চায় তাহলে এটি এখন এক মাসের মধ্যে একটি পারমাণবিক অস্ত্রের জন্য যথেষ্ট পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম জমা করতে পারে।