মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

রামু’র খুনিয়াপালংয়ে নির্বাচন পরবর্তী সহিংসতা, নৌকার মার্কার এজেন্ট, নৌকার কর্মী ও সমর্থকদের ঘরে ঘরে হামলা, লুটপাট, নৌকার অফিসে যারা অগ্নিসংযোগ করেছেন, তাদের কোন অবস্থাতেই ছাড় দেওয়া হবেনা। তাদের আইনের আওতায় আনা হবে।

সোমবার ১৫ নভেম্বর সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল খুনিয়াপালং এর বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে সেখানে এক বিশাল পথসভায় বক্তব্য প্রদানকালে একথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে গত ১১ নভেম্বর অনুষ্ঠিত খুনিয়াপালং ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আবদুল মাবুদ, রামু থানার ওসি প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১১ নভেম্বর অনুষ্ঠিত খুনিয়াপালং ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আবদুল মাবুদকে মাত্র ৪৮ ভোটের ব্যবধানে হারিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবদুল হক কোম্পানি বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন।