অনলাইন ডেস্ক: নির্বাচন কোনো অনুষ্ঠান বা ইভেন্ট নয়, বরং নির্বাচন হলো একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আজ ১৫ নভেম্বর দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস এসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেছেন ঢাকায় নিয়োজিত ইউরোপিয়ান ইউনিয়ন ডেলিগেশনের নবনিযুক্ত রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।
তিনি এ সময় আরো বলেন, আমরা যারা বাংলাদেশে কাজ করি, তাদের সবারই এখানে স্বার্থ আছে। এখানে আমরা কোনো হস্তক্ষেপ করছি না। তবে ওই জায়গা থেকে আমরা বাংলাদেশে মনিটরিং করবো। এ দেশটির স্টকহোল্ডার বা অংশীদার হিসেবে দিনশেষে আমরা দেখতে চাই, প্রতিটি ভোটার যে ভোট দিয়েছেন, তা কাউন্ট হয়েছে বা গণনা করা হয়েছে। এ সময় তিনি ইউরোপের বাজারে বাংলাদেশের জিএসপি সুবিধা পাওয়া নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, জিএসপি পাওয়া কোনো পিকনিক নয়।
অন্যান্য শর্ত পূরণের মাধ্যমে এটাও বাংলাদেশকে অর্জন করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস এসোসিয়েশনের প্রেসিডেন্ট পান্থ রহমান। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক একে মঈনুদ্দিন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।