অনলাইন ডেস্ক: কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানের সিন্দুকে পাওয়া গেছে ৩ কোটি ৭ লাখ ১৭ হাজার ৫৮৫ টাকা, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

শনিবার সকালে জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের ৮টি দান সিন্দুক খোলা হয়।

সারাদিন গণনা শেষে সন্ধ্যা সাতটায় হিসাব মেলে। বিপুল পরিমাণ নগদ টাকা ছাড়াও বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার মেলে সিন্দুকে।

টাকা গণনার কাজ তদারকি করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা মাজিস্ট্রেট ফারজানা খানম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম। মাদ্রাসার ১২৭ জন ছাত্র, মসজিদের ৩৪ জন কর্মচারী ও রূপালী ব্যাংকের বিভিন্ন শাখার ৬০ জন কর্মচারী এ কাজে সহযোগিতা করেন।

পাগলা মসজিদের সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মো. পারভেজ মিয়া জানান, দানের টাকায় দুস্থ ও অসহায়দের সেবা দেয়া হবে বলে। সম্প্রতি শত কোটি টাকায় এই মসজিদের বহুতল কমপ্লেক্স নির্মাণের একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে।

কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক ফারজানা খানম বলেন, এই টাকাগুলো এখানকার উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হয়। এছাড়াও বিভিন্ন অসহায় দুস্থ ব্যক্তিদের সহায়তায় ব্যবহার করা হয়। ভবিষ্যতে এখানে একটি আন্তর্জাতিক মানের মসজিদ নির্মাণেও এই টাকাগুলো ব্যবহার করা হবে।