বার্তা পরিবেশক:

উখিয়ার বীরমুক্তিযোদ্ধা ও বর্ষীয়ান আওয়ামীলীগ নেতা বাদশা মিয়া চৌধুরী অভিযোগ করেছেন, তার স্বাক্ষর জালিয়াতিকরে হলদিয়াপালং এর চেয়ারম্যান প্রার্থী ইমরুল কায়েস চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেয়া হয়েছে। ইমরুল কায়েস চৌধুরীর বিরুদ্ধে তিনি কোথাও কোন অভিযোগ করেনি বলে জানান। এই বীরমুক্তিযোদ্ধা তার ব্যাক্তিগত ফেইসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এইসব অভিযোগ করেন।

বীরমুক্তিযোদ্ধা বাদশা মিয়া চৌধুরীর লিখেছেন,

“অনেকদিন রাজনীতি করেছি,নেতৃত্ব দিয়েছি,,স্বাদ মিটেছে।

ইমরুল কায়েস চৌধুরী আমার পুত্র সমতুল্য….রাজনীতিতে মত পার্থক্য,পছন্দ-অপছন্দ থাকবে,কিন্তু ইমরুলের বিরুদ্ধে কোন অভিযোগ,দরখাস্ত আমি কোথাও দিইনি,করিনি…

অনলাইনে গত কয়েকদিন ধরে যে দরখাস্ত মাননীয় প্রধানমন্ত্রী বরাবর দেখা যাচ্ছে সেটা আমার বক্তব্য না।

স্বাক্ষরটিও ভুয়া,বানানো।

যদি আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কেউ আমার ছবি, ভুয়া স্বাক্ষর ব্যবহার করে আমি আইনানুগ ব্যবস্হা নিব।

আমি ব্যক্তিগতভাবে এখনো কোন প্রার্থীকে সমর্থন করিনাই।

আমি সবসময় জনগণের রায়ে বিশ্বাসী ছিলাম,,আছি, থাকব।

জনগণ যাকে নির্বাচিত করবে সেই হলদিয়ার চেয়ারম্যান হবে।

ধন্যবাদ ও শুভকামনা সবার জন্য।”