সিবিএন ডেস্ক: পাকিস্তানের প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ড. আবদুল কাদির খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার সকালে ইসলামাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। রেডিও পাকিস্তানের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ তথ্য জানায়।

ফুসফুসের সমস্যা নিয়ে সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ড. আবদুল কাদির খান।

টুইটে পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভি বলেছেন, ‘১৯৮২ সাল থেকে ব্যক্তিগতভাবে আমি ড. খানকে চিনি। তিনি আমাদের জাতীয় প্রতিরক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ পরমাণু অস্ত্র নির্মাণ করে বড় ধরনের সহযোগিতা করেছেন। এই জাতি কখনোই তাঁর অবদান ভুলবে না।’

পাকিস্তানের বিরোধীদলীয় নেতা শেহবাজ শরিফ এবং প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাত্তাকসহ অনেকেই টুইট করে বয়োজ্যেষ্ঠ এই বিজ্ঞানীর মৃত্যুতে শোক জানিয়েছেন।

গত মাসে কাদির খান অভিযোগ করে বলেন, তিনি যে হাসপাতালে ছিলেন, প্রধানমন্ত্রী ইমরান খান কিংবা মন্ত্রিসভার কেউ তাঁর স্বাস্থ্যের খোঁজ নেননি।

১৯৩৬ সালে ভারতের ভোপালে জন্ম নেওয়া ড. কাদির খান ১৯৪৭ সালে দেশভাগের সময় পরিবারের সঙ্গে পাকিস্তানে পাড়ি জমান।