দুর্গা পূজা সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি প্রতিটি বাংলীর জন্য বড়ো উৎসব। সবাই মাতে সম্প্রীতিতে।
দুর্গা পূজা মানেই মায়ের আগমন। এই আগমনে আনন্দে মেতে উঠে, রঙিন আলোয় উদযাপিত হয় এই বিশেষ উৎসবটি।
ধর্মবর্ণ, জাতি, নির্বিশেষে দিনটি উপলক্ষ্যে সবাইকে শারদীয় শুভেচ্ছা।

নয়ন কান্তি দে
সাংগঠনিক সম্পাদক
কক্সবাজার শহর মৎস্যজীবী লীগ