প্রেস বিজ্ঞপ্তি:
১২ অক্টোবর জাতীয় শ্রমিক লীগের আন্দোলন সংগ্রাম ও গৌরবের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জাতীয় শ্রমিক লীগ কক্সবাজার জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৫টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে সংগঠনের সহ-সভাপতি শফিকুল ইসলাম কালুর সভাপতিত্বে উক্ত বর্ধিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী যুগ্ম সম্পাদক ছৈয়দ রাশেদুল হক সোহেল, দপ্তর সম্পাদক এম ওসমান গনি, চকরিয়া উপজেলা সভাপতি জামাল উদ্দিন, পেকুয়া উপজেলা সভাপতি নুরুল আবছার, মহেশখালী উপজেলার সভাপতি আবদু শুক্কুর, কুতুবদিয়া উপজেলা আহবায়ক নুরুল ইসলাম কুতুবী, রামু উপজেলা সভাপতি শফিকুল ইসলাম কাজল, হোটেল শ্রমিক লীগ সাধারণ সম্পাদক সেলিম বিল্ডার, মৎস্যজীবী শ্রমিক লীগ সভাপতি খুরশেদ আলম। উক্ত বর্ধিত সভায় আন্দোলন সংগ্রাম ও গৌরবের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ ও তৃণমূলে সংগঠনকে শক্তিশালী করতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা শাখার ক্রীড়া সম্পাদক সিরাজুল করিম সদস্য গিয়াস উদ্দিন, চকরিয়া উপজেলা সাধারণ সম্পাদক সাইফু উদ্দিন মামুন, কুতুবদিয়া উপজেলা সদস্য সচিব ছৈয়দ মোহাম্মদ মোজাম্মেল হক, মহেশখালী উপজেলা সহসভাপতি জাহাঙ্গীর আলম, ১নং ওয়ার্ড শাখার আহবায়ক ফজল করিম,মৎসজীবি শ্রমিক লীগ সাংগঠনিক সম্পাদক আবু তাহের প্রমুখ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।