জাকারিয়া আলফাজ, টেকনাফ:
আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখায় শ্রেষ্ঠ অফিসার ইন-চার্জ (ওসি) মনোনীত হলেন কক্সবাজারের টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান। কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ওসি মনোনীত হয়েছেন তিনি।
বুধবার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় মাদক উদ্ধার, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখা ও ওয়ারেন্ট তামিলসহ সব ক্যাটাগরিতে সাফল্য অর্জন করায় তাকে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়।
কক্সবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান তাকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করেন।
জানা যায়, টেকনাফ মডেল থানায় মো. হাফিজুর রহমান ওসি হিসেবে যোগদানের পর থেকে আইনশৃংখলা পরিস্থিতি উন্নতির পথে হাঁটতে শুরু করে। চিরুনি অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীদের পর্যায়ক্রমে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় মাদক ও অস্ত্র। এছাড়া থানাকে তিনি দালাল ও দূর্নীতিমুক্ত রাখতে সক্ষম হয়েছেন।
জেলার শ্রেষ্ঠ ওসির স্বীকৃতি প্রাপ্তি প্রসঙ্গে মো. হাফিজুর রহমান বলেন, ‘পুলিশ সুপার স্যারের দিক-নির্দেশনায় ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় কর্মস্থলের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ করে যাচ্ছি। জেলা পুলিশ সুপার স্যারের দেওয়া এই পুরস্কার কাজের ক্ষেত্রে আমাকে আরো প্রেরণা যোগাবে।’