মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া:
চকরিয়া উপজেলার ডুলাহাজারায় জেনারেশন চেঞ্জারের ক্যুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
মেফু কেমিক্যালের সহযোগিতায় মঙ্গলবার বিকেল ৩ টায় রিংভং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলার বিশিষ্ট ক্রীড়াবিদ, সাংবাদিক ডুলাহাজারা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম.আর মাহবুব।
আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, জাতি উন্নতের পেছনে যেমন শিক্ষার ভুমিকা গুরুত্বপূর্ণ, তেমনিভাবে সমাজকে উন্নতির শিখরে পৌঁছাতে শিক্ষার গুরুত্ব অপরিহার্য।
জেনারেশন চেঞ্জারের প্রতিষ্ঠাতা তাহছিন রাজ্জাক আলভীর সভাপতিত্বে অনুষ্ঠানে সাংবাদিক মাহবুব বলেন, ডুলাহাজারা শুধু উপজেলা, জেলা নয়, সারা দেশে একটি অত্যন্ত পরিচিত নাম। কিন্তু ক্রীড়া, উন্নয়ন, প্রাতিষ্ঠানিক দিক দিয়ে এ ইউনিয়নের যে সুনাম রয়েছে তার তুলনায় অনেকটা পিছিয়ে শিক্ষা ব্যবস্থা। শিক্ষার্থী ও অভিভাবকদের এভাবে উৎসাহিত করার মাধ্যমে আমাদের শিক্ষার হারকে আরো এগিয়ে নিতে হবে।
জেনারেশন চেঞ্জারের সদস্য সাঈদ মোস্তাকিম সিফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- রিংভং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমান উল্লাহ আমান, কুইজ প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন সংগঠনের সদস্য এমডি মিজান, আরো উপস্থিত ছিলেন সদস্য তাসনিমুল আদিব স্বাধীন, সাঈদুর রহমান, হামিদ, মিতু, মেহেদি, সাকিব প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিজয়ী প্রতিযোগী ফারিহা কফিল দিহান (প্রথম), জান্নাতুল নাঈম ফারিয়া (দ্বিতীয়), রুবি আক্তার (তৃতীয়) সহ অন্যান্যদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
ডুলাহাজারায় জেনারেশন চেঞ্জারের ক্যুইজ প্রতিযোগিতার পুরস্কার
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
