বলরাম দাশ অনুপম:
সারাদেশের ন্যায় কক্সবাজারেও বণার্ঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে শুভ মহালয়া। এ উপলক্ষে বুধবার কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আয়োজন করা হয় নানা মাঙ্গলিক অনুষ্ঠানমালার। এরমধ্যে ছিল বুধবার সকালে লালদিঘীর পাড়স্থ ব্রাহ্ম মন্দির প্রাঙ্গন থেকে বণার্ঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, গরীবদের মাঝে কাপড় বিতরণ, পূজা মন্ডপে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ এবং স্বল্পদৈর্ঘ্যে চলচ্চিত্র “শুভ্রা”র প্রদর্শনী ও প্রসাদ বিতরণ। কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বেন্টু দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সম্প্রীতির বন্ধনে এই দেশকে এগিয়ে নিতে হবে। এর আগে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রতন দাশ, অধ্যাপক অজিত দাশ, স্বপন পাল, বিপুল সেন, যুগ্ম সাধারণ সম্পাদক স্বরুপম পাল পাঞ্জু, সমাজ সেবক বাদল দাশ। এতে বক্তব্যে রাখেন, কক্সবাজার শ্রীশ্রী রাধা দামোদর মন্দিরের অধ্যক্ষ রাধা গোবিন্দ দাস ব্রহ্মচারী, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জনি ধর, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বাপ্পী শর্মা, সাধারণ সম্পাদক সাংবাদিক বলরাম দাশ অনুপম। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুজন শর্মা জন।