শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া:
কুতুবদিয়ায় জিআর মামলায় আদালতের পরোয়ানাভূক্ত ৬ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ অক্টোবর ) রাত ২টা থেকে ভোর ৪ টা পর্যন্ত অভিযান চালিয়ে কুতুবদিয়া থানার পুলিশ উপজেলার বিভিন্ন স্থান থেকে এসব আসামিকে গ্রেফতার করেন।
তাঁরা হলেন, জিআর -২৪/২১ আরজুল ইসলাম প্রকাশ আজিজুল ইসলাম (২২), মোঃ জিয়াবুল হোছাইন,জিআর-৭৪/২১, মোজাম্মেল হক (৪০),জিআর-৪৯/২১,মোঃ নেছার উদ্দিন (২৪), রুমা আক্তার (২৫), ইনুন নাহার (৪৫)।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর হায়দার জানান, আদালতের নির্দেশ পেয়ে থানার পুলিশের একাধিক দল উপজেলার বিভিন্ন স্থানে আলাদা আলাদা অভিযান চালিয়ে এসব পরোয়ানাভূক্ত আসামিকে আটক করেন।
পরে, বুধবার ( ৬ অক্টোবর ) আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।