ইমাম খাইর, সিবিএনঃ
টেকনাফে দেড়কেজি ক্রিস্টাল মেথ আইসসহ আব্দুল মজিদ নামের মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার মধ্যরাতে সদর ইউনিয়নের গোদারবিলের একটি বাড়ী তল্লাশি করে আইসসহ তাকে আটক করা হয়।

সে ওই এলাকার আলী হোসেনের ছেলে।

এসময় মাদক পাচারের ব্যবহৃত একটি  মোটর সাইকেলও জব্দ করে অভিযানকারীরা।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান,  গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল কিছু ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে। এ সময় তাদের চ্যালেঞ্জ করলে মোটর সাইকেলযোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সেখান থেকে একজন তরুণ মোটর সাইকেল ফেলে তিনতলা বিশিষ্ট্য একটি বাড়িতে ঢুকে পড়ে। পরে বাড়িটি তল্লাশি করে দেড় কেজি ইয়াবা উদ্ধার করে বিজিবির টহল দল।

তার মতে, দেড়কেজি ক্রিস্টাল মেথ আইসের বাজার মূল্য ৭ কোটি ৫০ লাখ কোটি।

আটক মাদক কারবারিকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।