বলরাম দাশ অনুপম : অাসন্ন শারদীয়,দুর্গাপূজাকে সামনে রেখে অাইন শৃংখলা ও নিরাপত্তা সংক্রান্ত মতবিনিময় সভা অনুস্টিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা পুলিশের উদ্যােগে এই মতবিনিময় সভা অনুস্টিত হয়।
উক্ত সভায় সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে সবোর্চ্চ নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। তিনি বলেন, পূজোয় যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে নজর থাকবে।
সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ রফিকুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ, সাধারণ সম্পাদক বাবুল শর্মা, সহ-সভাপতি রতন দাশ, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বেন্টু দাশ, সাধারণ সম্পাদক জনি ধর, সদর উপজেলা শাখার সভাপতি এডভোকেট বাপ্পি শর্মা, সাধারণ সম্পাদক সাংবাদিক বলরাম দাশ অনুপম। সভায় জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তা এবং সকল থানার ওসিবৃন্দ উপস্থিত ছিলেন।