ব্যবসায়িক, সামাজিক দায়বদ্ধতা নিয়ে কক্সবাজার চেম্বারের কর্মশালা

স্থানীয়দের কর্মসংস্থানের জন্য পর্যটন, মৎস্য ও নির্মাণ শিল্পের অবকাঠামো উন্নয়নে কাজ করতে হবে

প্রকাশ: ৪ অক্টোবর, ২০২১ ০৫:৫১ , আপডেট: ৪ অক্টোবর, ২০২১ ০৬:১৪

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


সংবাদ বিজ্ঞপ্তি
ব্যবসায়িক, সামাজিক দায়বদ্ধতা নিয়ে কক্সবাজার চেম্বারের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে শহরের অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও’র ডেপুটি কান্ট্রি ডিরেক্টর গুনজন ডাল্লাকুটি।
তিনি বলেন, এইটা একটি পাইলট প্রকল্প। ভবিষ্যতে কক্সবাজারের স্থানীয়দের কর্মসংস্থানের জন্য পর্যটন শিল্প, মৎস্য শিল্প ও নির্মাণ শিল্পের অবকাঠামো উন্নয়নে কাজ করবে।
চেম্বার সভাপতি আবু মোরশেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন- চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সাবেদুর রহমান সুমু, জেলা রেস্তোঁরা মালিক সমিতির সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও’র জেলা সমন্বয়ক সেরাজুল ইসলাম।
কক্সবাজার চেম্বার অফ কমার্স এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও’র যৌথ উদ্যোগে কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সি.এস.আর) মাধ্যমে সুষ্ঠু টেকসই ব্যবসায়িক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে আয়োজিত কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন ডক্টর আবদুল জলিল চৌধুরী।
কর্মশালায় ব্যবসায়িদের নিজ নিজ আর্থিক/ব্যবসায়িক প্রতিষ্ঠানসমূহের ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি বহুমাত্রিক সামাজিক এবং পরিবেশগত উন্নয়নের প্রতি গুরুত্বারূপ করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানের সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষে মালিক-কর্মচারী একে অপরের প্রতি দায়বদ্ধতা নিশ্চিতকরণে করণীয় বিষয় নিয়ে দিকনির্দেশনা দেয়া হয়।
জেলা রেস্তোঁরা মালিক সমিতির সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল কক্সবাজারে স্থায়ীভাবে বিবিধ উন্নয়নের উপর একটি পর্যটন শিল্প সংশ্লিষ্ট বহুমাত্রিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রস্তাব করেন।
চেম্বার সভাপতি আবু মোরশেদ চৌধুরী বলেন, আগামীতে কক্সবাজারকে ঘিরে যে অর্থনৈতিক কর্মযজ্ঞ শুরু হবে সে প্রতিযোগিতায় টিকে থাকতে সকল স্থারের ব্যবসায়ীকে যুগের চাহিদা অনুযায়ী কাজ করতে হবে। চেম্বার অফ কমার্স এবং ব্যবসায়ীকে সহযোগিতা করার জন্য আইএলওকে ধন্যবাদ জানান চেম্বার সভাপতি।
কর্মশালায় কক্সবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী’র পরিচালক শিবলুল করিম, মোহাম্মদ ইমদাদুল হক, শামশুল ইসলাম হেলালী আজিম, মো:নুরুজ্জমান, আজমল হুদা, এ আর এম শহিদুল ইসলাম, রেজাউল করিম, হোটেল মোটেল গেষ্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার, শ্রীম্প হ্যাচারী এসোসিয়েশন সদস্য শাহেদ আলী, রয়েল টিউলিপ সী-পার্ল এর সহকারী মহাব্যবস্থাপক নাবিদ আহসান চৌধুরী, সী-গাল হোটেলের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ জিল্লুর হায়দার আরেফিন , জেলা ড্রাই ফিস এসোসিয়েশন সভাপতি জয়নাল আবেদীন, জেলা রেস্তোঁরা মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী, আসাদ উল্লাহ সিআইপি, নারী উদ্যোক্তা জাহানারা ইসলাম, মনোয়ারা পারভীন, নয়ন সেলিনাসহ স্থানী বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।