বর্তমান সরকারের আমলে পরিবর্তনের ছোঁয়া লেগেছে টেকনাফের সর্বত্র। রাস্তাঘাট ব্রিজ কালভার্ট সহ গ্রামঞ্চলেও লেগেছে পরিবর্তনের সুবাতাস। সাবেক এমপি বদির প্রতিশ্রুতি অনুয়ায়ী মাটির রাস্তা লাল হচ্ছে, লাল রাস্তা কালো হচ্ছে। থেমে নেই নতুন নতুন রাস্তা নির্মান সহ ব্রিজ কালভার্ট নির্মানও। এলাকার উন্নয়ন কাজ করেই থেমে থাকেননি তিনি। এবার নিজস্ব অর্থায়নে টেকনাফ সদরের ৮নং ওয়ার্ড অন্তর্ভুক্ত খাংকার ডেইল এলাকায় আরো দুইটি রাস্তার কাজের শুভ সুচনা করা হয়।

রবিবার সকালে টেকনাফ ৮ নং ওয়ার্ডের নব নির্বাচিত মেম্বার এনামুল হকের তত্ত্বাবধানে এই কাজ উদ্ধোধন করা হয়।

স্থানীয় নবনির্বাচিত ইউপি মেম্বার এনামুল হক জানান, উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির অর্থায়নে টেকনাফ সদরের ৮নং ওয়ার্ড অন্তর্ভুক্ত খাংকার ডেইল মেইন রোড আব্দুল্লাহ বাড়ি হতে নুরুল আলমের বাড়ি পর্যন্ত ১৫০-ফুট ব্রিক সলিং। আরেকটি মতলব সওদাগরের বাড়ি হতে মোঃ আরমানের বাড়ি পর্যন্ত ১৫৫-ফুট ব্রিক সলিং রাস্তা করা হবে ।

তিনি আরো জানান, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাস করে। তাই উন্নয়নের মাধ্যমেই উখিয়া-টেকনাফ উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উক্ত ব্রিক সলিংয়ের কাজ উদ্ধোধন কালে উপস্থীত ছিলেন,সাবেক মেম্বার ছৈয়দ হোছন,সমাজ সেবক নুরুল হক ভুট্টো,সমাজ সেবক করিম শরীফ,সমাজ সেবক খাইয়ুম শরীফ, সমাজ সেবক হানিফ শরীফ, সমাজ সেবক মোঃ কামাল ও অত্র এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গরা ।