আব্দুস সালাম, টেকনাফ:
টেকনাফের সাবরাং থেকে শনিবার রাতে মো. রাসেল (৩০) নামের পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি ইউনিয়নের সিকদার পাড়ার আবদুল গফুর ওরফে মলই গফুরের ছেলে।
তার বিরুদ্ধে মাদক, অস্ত্র, হত্যা, মারামারিসহ ৯টি মামলা রয়েছে বলে জানা গেছে।
টেকনাফ মডেল অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান জানান, গ্রেফতার রাসেল অনেক মামলার পলাতক আসামি। তিনি দীর্ঘদিন বিদেশে পলাতক ছিলেন। দেশে ফিরেছেন খবরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
ওসি জানান, গ্রেফতারকৃত আসামি রাসেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।