মোঃ আশফাক উদ্দীন আরফাত:
কক্সবাজারের ঈদগাঁও ইসলামাবাদ ইউনিয়নের ইউছুপেরখীলের বকসুর স্ত্রী শতবর্ষী বৃদ্ধা ফাতেমা বেগমের লাশ উদ্ধার হয়েছে। শুক্রবার সকালে ঈদগাঁও খালের হিন্দুপাড়া স্থানে বৃদ্ধা ফাতেমার লাশ উদ্ধার করা হয়। মর্মান্তিক এ ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে জনমনে চলছে কানাঘুষা।
মেম্বার সাইফুল ইসলাম জানান, সকাল ৭টার দিকে হিন্দুপাড়া এলাকার দুলাল নামে এক ব্যক্তি প্রথমে লাশটি দেখে এবং পরবর্তীতে বৃদ্ধার ছেলে তার মায়ের লাশ শনাক্ত করে।
পার্শ্ববর্তী বেশ কয়েকজন(নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন বৃদ্ধার ছেলে শফি এবং তার বউ পারভীন বৃদ্ধাকে অমানুষিক নির্যাতন করতো। প্রশাসনের উচিৎ অনুসন্ধানী তদন্ত করে রহস্য উদঘাটন করা।
ঈদগাঁও থানা পুলিশের ওসি আব্দুল হালিম জানান, লাশটি ঈদগাঁও খাল থেকে সকালে উদ্ধার করা হয়। এবং পরবর্তীতে পোস্টমর্টেম করার জন্যে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।