সিবিএন ডেস্ক:

চলছে পবিত্র রমজান। মাহে রমজানের এই মাসে আমাদের অনেকেরই মনে নানা প্রশ্ন আসে। আমাদের আজকের প্রশ্ন হলো-

প্রশ্ন: যারা রোজা রাখেনি, তাদের কি ফিতরা দিতে হবে?

উত্তর: যারা রোজা রাখেনি, তাদেরও ফিতরা দিতে হবে। কিছু মানুষের ভুল ধারণা যে, যারা রোজা রেখেছেন তাদেরই ফিতরা দেওয়া ওয়াজিব। আসলে বিষয়টি এরকম নয়। ফিতরা একটি স্বতন্ত্র ওয়াজিব ইবাদত। কেউ নেসাব পরিমাণ যে কোনও সম্পদের মালিক হলেই তার ওপর ফিতরা ওয়াজিব। তাই কেউ কোনও কারণে বা অকারণে রোজা না রাখলে, তাকেও ফিতরা দিতে হবে।

সংকলন: মাওলানা মুফতি ইমরানুল বারী সিরাজী, দাওরায়ে হাদিস, দারুল উলুম দেওবন্দ, উত্তর প্রদেশ, ভারত। ইফতা, জামিয়া আন‌ওয়ারুল হুদা, হায়দারাবাদ, ভারত। খতিব, পীর ইয়ামেনী জামে মসজিদ, গুলিস্তান, ঢাকা। মুফতি ও মুহাদ্দিস, জামিয়া আরাবিয়া দারুল উলুম নতুনবাগ মাদ্রাসা, রামপুরা, ঢাকা

তথ্যসূত্র: আবু দাউদ শরিফ, হাদিস নং-১৬২০, ফতোয়ায়ে শামি, খণ্ড-২, পৃষ্ঠা-৭৪, হেদায়া, খণ্ড-১, পৃষ্ঠা-২০৮, কিতাবুল ফাতাওয়া, খণ্ড-৩, পৃষ্ঠা-৩৭০।