জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়িঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিশেষ অভিযানে ৫টি মরনাস্ত্রসহ বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ উদ্ধার করেছে বিজিবি।
শুক্রবার বিকাল ৩ টায় উপজেলার দোছড়ি ইউনিয়নের দুর্গম ভাগিনারঝিড়ি এলাকার সন্ত্রাসীদের আস্তানা গুটিয়ে দিয়ে এ সব অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে- ৪টি এসবিবিএল ও ১ টি দেশীয় অস্ত্র (একনলা বন্দুক), ২টি অস্ত্র তৈরীর ব্যারেল, ১টি কার্তুজ এবং ০৫টি কার্তুজের খালি খোসা।
নাইক্ষ্যংছড়িস্থ ১১ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল শাহ আবদুল আজীজ আহমেদ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সীমান্ত এলাক দিয়ে অবৈধ অস্ত্র পাচার,কাঠ পাচার ও পরিবহন, অন্যান্য যে কোন ধরনের অবৈধ পন্য সামগ্রি পাচার ও সন্ত্রাসী কার্যক্রম রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, বিগত ৮ বছর আগে সন্ত্রাসীদের কাছ থেকে সীমান্তরক্ষীরা নাইক্ষ্যংছড়ির গহিন অরন্য থেকে এধরনের অস্ত্র গোলাবারুদ উদ্ধার করে ছিল।