খলিল চৌধুরী, সৌদি আরব
সৌদিআরবে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১ এপ্রিল মারা যাওয়া ৬ জনের মধ্যে একজনের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া। তার নাম মুহাম্মদ জসিম উদ্দিন (৩৫)। তিনি মদিনা মানোয়ার কাছাকাছি আমবরিয়া ও মসজিদ খোবা মাঝি এলাকার মুদির ব্যবসায়ী।

জসিম উদ্দিন প্রকাশ সিম জসিম সাতকানিয়া উপজেলাধীন ছদাহা ইউনিয়নের আজিমপুর গ্রামের আলহাজ্ব মোজাফ্ফর আহমদের ছেলে।

গত ২০ মার্চ সামান্য সর্দি কাসি হয় জসিমের। দিনদিন বাড়তে থাকে। জ্বর, সর্দি ও গলা ব্যাথায় অসুস্থ হয়ে পড়ার খবরে সৌদি সরকারের মেডিকেল টিম তাকে হাসপাতালে নিয়ে যায়। পরীক্ষায় করোনা ভাইরাসের আলামত পায়।

অবস্থা অবনতি হলে তাকে মদিনার একটি হাসপাতালের আইসিউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২ এপ্রিল সকালে রেমিটেন্সযোদ্ধা জসীমউদ্দীন মৃত্যু বরণ করেন।

১ এপ্রিল সৌদি আরবে করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫৭ জন। এদের মধ্যে মদিনা ৭৮ জন, মক্কা ৫৫ জন, রিয়াদ ৭ জন, কাতিফ ৬ জন, জেদ্দা ৩ জন, হুফুফ ৩ জন, তাবুক ২ জন, তায়েফ ২ জন,আল হেনাকিয়া ২ জন।

১ এপ্রিল ৬ জনসহ করোনায় এপর্যন্ত মারা গেল ১৬ জন। মোট আক্রান্তের সংখ্যা ১৭২০।