খলিল চৌধুরী, সৌদি আরব
বিশ্ব কাঁপানো করোনা ভাইরাস হু হু করে বাড়াছে মধ্যপ্রাচ্য দেশ সৌদি আরবে।

এ করোনা বিস্তার ঠেকাতে গত ২১ মার্চ সমাগ্র সৌদি আরব জুড়ে রাত ৭টা থেকে সপরের দিন কাল ৬ টা পর্যন্ত বিশেষ সন্ধ্যাকালীন কারফিউ জারি করে
সৌদি সরকার।

করোনাভাইরাস আক্রান্ত সংখ্যা অপরিবর্তিত থাকলে সৌদির তিনটি বড় সিটি শহর রাজধানী রিয়াদ, পবিত্র মক্কা ও মদিনা কারফিউ পরিবর্জন করে বিকাল ৩ টা থেকে সকাল ৬টা পর্যন্ত করে বাকী আগের টাইমে বহাল রাখেন।
পরে গত ২৮ মার্চ পবিত্র নগর মদিনার অধিকাংশ এলাকা অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করে।

সর্বশেষ, সৌদি আরবের বাণিজ্যিক রাজধানী জেদ্দা আজ বিকাল ৩-টা থেকে সকাল ৬ টা পর্যন্ত লক ডাউন করে কিছু এলাকা অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষনা করেন।

সৌদি স্বরাষ্ট্রমন্ত্রণালয় আজ রবিবার থেকে জেদ্দায় কারফিউ সময় পরিবর্তন করেছে। এখন সন্ধ্যা ৭ টার পরিবর্তে বিকেল ৩ টা থেকে শুরু হয়ে পরদিন সকাল ৬ টা পর্যন্ত করা হয়েছে।

জেদ্দা শহর থেকে কেউ বাহির যেতে পারবে না এবং কেউ প্রবেশ ও করতে পারবে না।

ঘরে থাকুন, করোনা ও জেল-জরিমানা থেকে নিরাপদ থাকুন।